সৈয়দ আহাম্মদ লাভলুঃ–
পুলিশকে ভয় পাবার কিছু নেই। পুলিশ তোমাদের বন্ধু। যে কোন বিপদে পুলিশকে ডাকলে পুলিশ তোমাদের মাঝে হাজির হবে। একটা সময় ছিল বাবা-মা শিশুদের ভয় দেখিয়ে ঘুম পাড়াত পুলিশ আসছে বলে। এখন আর সেই দিন নেই। ডিজিটাল এ বাংলাদেশে আমাদের শিশুরা অনেক দুর এগিয়ে গেছে। এখানে অনেক শিশুই আছে যারা কম্পিউটার চালাতে পারে। যখন তোমার ও তোমার পরিবারের কোন সদস্যের কখনও কোন বিপদ হবে, তোমাদের শিক্ষকদের কাছে পুলিশ আংকেলের মোবাইল নাম্বার দিয়ে গেলাম, একটা ফোন দিও, দেখবে তোমাদের পুলিশ আংকেল তোমাদের মাঝে হাজির হয়ে গেছে। ১২ সেপ্টেম্বার বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মডেল একাডেমী ক্যাম্পাসে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বড়ুয়া একাডেমীর কোমলমতী শিশুদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা ঠিকভাবে লেখাপড়া করবে ও তোমাদের বাবা-মার কথা মনযোগ সহকারে শুনবে। কখনো বাবা-মার অবাদ্য হবে না। শিক্ষকসহ মুরুব্বিদের ছালাম দেবে ও সুন্দর করে কথা বলবে। সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকবে। সবসময় খেলাধুলার পাশাপাশি মনযোগ সহকারে লোখাপড়া করবে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যাতিক্রম এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমীর অধ্যক্ষ প্রভাষক নাছির উদ্দিনসহ একাডেমীর শিক্ষক, শিক্ষিকাও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে তিনি শিক্ষার্থীদের মাঝে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন লিফলেট, পুলিশ অফিসারের বিভিন্ন মোবাইল নাম্বার সম্বলিত ভিজিটিং কার্ড, ক্লাস রুটিনের কার্ডসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী ও চকলেট বিতরন করেন।