মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা :–
চান্দিনায় অসামাজিক কাজের দায়ে মহিলাসহ ২ জনকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। গত সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টায় উপজেলার অম্বরপুর গ্রামের সাগর মেম্বারের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তদের কুমিল্লায় কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হল- মুরাদনগর উপজেলার রামতলা গ্রামের মালু মিয়ার স্ত্রী পারভিন আক্তার (২৮) ও দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের সহিদুলের ছেলে জুয়েল রানা (২২)।
থানা সুত্রে জানা যায়, অম্বরপুর গ্রামে কবিরাজ বাড়ির সামনে থেকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় এক মহিলাসহ ২জনকে আটক করে থানায় সংবাদ দিলে তাদেরকে গ্রেফতার করা হয়।
চান্দিনা থানার এএসআই রহিম জানান, জুয়েল বাসের হেলপার, গাড়ীতে পারভিনর সাথে তার পরিচয় হয়। পরে অম্বরপুর গ্রামে কবিরাজ বাড়ির সামনে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় স্থানিয় জনতা তাদের আটক করে। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করার পর ১০ সেপ্টেম্বর তদের কোর্টে প্রেরণ করা হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...