মতলব উত্তরে ৩ মোটর সাইকেল চোর আটক

শামসুজ্জামান ডলার :–
চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজার ও আদুরভিটি গ্রাম থেকে রোববার বিকেলে ৩ মোটর সাইকেল চোরকে জনতা আটক করে থানায় সোপর্দ করে। আটককৃতরা হলো: আদুরভিটি গ্রামের মৃত. আলী মিয়া প্রধানের ছেলে সিরাজুল ইসলাম (৩৫), সিরাজুল ইসলামের ছেলে সজিব (১৪) ও সুগদ্ধি গ্রামের মৃত. আবদুস সালামের ছেলে রিপন (২৬)।
জানা যায়, শনিবার রাতে সুগদ্ধি গ্রামের মফিজুল ইসলামের নিজ ঘর থেকে ডিস্কভার ১৫০সিসি মোটরসাইকেটি সিঁদ কেটে চুরি করে নিয়ে যায়। মফিজ মোটর সাইকেল চুরির পর থানায় অভিযোগ করেন। গতকাল রোববার চোরেরা চুরির ঘটনা নিয়ে বলাবলি করার সময় এক পথচারী তাদের কথা শোনে মফিজের মামা মোস্তফাকে জানান। মোস্তফা সিরাজ ও সজিবকে বাড়ী থেকে ধরে আনলে তারা চুরির ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী রিপনকে ছেংগারচর বাজারের শাহজালালের হোটেল থেকে ধরে আনে। তিনিও চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। চুরিকৃত মোটরসাইকেলটি রিপনকে ৫হাজার টাকা দিয়ে সিরাজের ছোট ভাই নাসির নিয়ে যায় বলে রিপন জানান। চোর ৩ জনকে জনতা আটক করে মতলব উত্তর থানায় সোপর্দ করে।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply