সৈয়দ আহাম্মদ লাভলুঃ–
ধুমপান ও মাদক যুব সমাজকে ধংস করে দিচ্ছে। মাদকের মরন নেশার কবলে পড়ে আমাদের সোনার ছেলেরা তিলে তিলে নিঃশ্বেষ হয়ে যাচ্ছে। তাদেরকে এ মরন নেশা থেকে ফিরিয়ে আনতে হবে। মাদকাসক্তদের সনাক্ত করে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে তাদেরকে সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে হবে। যারা এখনও মাদকের এ মরন নেশা থেকে দুরে আছে এর ক্ষতিকর দিকগুলো তাদের মাঝে তুলে ধরে যুবসমাজকে সচেতন করে তুলতে হবে। মাদকমুক্ত একটি সমাজ গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশের মানুষ আর কোন ঐশীকে দেখতে চায় না। কলেজ জীবন হচ্ছে ছাত্রজীবনের একটি গুরুত্বপুর্ণ অধ্যায়। কলেজ জীবন থেকে যারা নিজেদের সংযত রেখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে স্বচ্ছ ও পরিচ্ছন্ন জীবন গড়ে তুলতে পারবে, তারাই একদিন দেশ ও বিদেশের বিভিন্ন দপ্তরের অনেক উচ্চ আসনে অধিষ্ঠিত হতে পারবে। ৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই আমীর হোসেন জোবেদা কলেজ মিলনায়তনে ইভটিজিং, ধুমপান, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক মত বিনিময় সভায় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বড়–য়া এ কথাগুলো বলেন। তিনি বলেন, ইভটিজিং এর সাথে যারা জড়িত, উপযুক্ত প্রমান সাপেক্ষে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। সভার সভাপতি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, যারা স্কুল ও কলেজের ছাত্রীদের উত্তক্ত করে তাদের কোন আবস্থাতেই ছাড় দেয়া হবে না। ভুলে গেলে চলবে না মেয়েরা আমাদেরই সন্তান ও বোন। তাদের বখাটেদের হাত থেকে রক্ষা করা সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। তিনি শিক্ষার্থীদের ধুমপান, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানান। কলেজের প্রভাষক রেজাউল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, সাবেক ইউপি চেয়ারম্যান কলেজ পরিচালনা পর্যদের সদস্য নাজিম উদ্দিন। উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্যদের সদস্য জাহাঙ্গীর আলম, সাংবাদিক মতিউর রহমান হেলাল,কলেজের প্রভাষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। ভারপ্রাপ্ত কর্মকর্তা শিক্ষার্থীদের মাঝে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন লিফলেট, পুলিশ অফিসারের বিভিন্ন মোবাইল নাম্বার সম্বলিত ভিজিটিং কার্ড, ক্লাস রুটিনের কার্ডসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরন করেন।
