মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি:–
মুরাদনগর উপজেলায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে মুরাদনগর থানার পুলিশ।
স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, গত শনিবার রাতে পুলিশ উপজেলার রাজনগর গ্রাম হতে মাদক মামলায় ৬মাস ১৫ দিনের সাজাপ্রাপ্ত রুবি আক্তার কে গ্রেফতার করে গতকাল রোববার কুমিল্লা জেল হাজতে প্রেরন করে।গ্রেফতার কৃত রুবি রাজনগর গ্রামের সুরুজ মিয়ার স্ত্রী। তার বিরুদ্ধে চট্রগ্রামের বাকলিয়া থানায় ২০০৯ সালের জি আর ১২১৫ মামলায় চট্রগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো: মাহবুবুর রহমান ২০১২ সালের ১৩মার্চ এ রায় প্রদান করলে এর পর হতে রুবি পলাতক ছিল।
এ বিষয়ে মুরাদনগর থানার এস আই নূরুল আমিন জানায়, সাজাপ্রাপ্ত পলাতক আসামী রুবিকে গ্রেফতার করে রোববার জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...