নাজমুল করিম ফারুক :–
কুমিল্লার তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের সাথে ৮ সেপ্টেম্বর উপজেলা ডাক বাংলোয় সৌজন্য সাক্ষাত করেন কেন্দ্রীয় যুবলীগের নেতাবৃন্দ। পরে কড়িকান্দি বাজারস্থ উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করেন।
তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মুন্সি মজিবুর রহমানের সভাপতিত্বে উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আজহার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল¬া (উত্তর) জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন, গাজীপুর সিটিকপোরেশনের ৫৭ ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শাহ আলম, গাজীপুর সিটি কপোরেশনের পুরাতন লৌহ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নুরু ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল করিম মুন্সির পরিচালনায় উক্ত বর্ধিত সভায় তিতাস উপজেলা যুবলীগ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মাহফুজ শিকদার, হুমায়ুন কবির জুয়েল, মনির হোসেন প্রধান প্রমূখ। এদিকে সাংগঠনিক সফরে আসা বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের সাথে সৌজন্য সাক্ষাত করেন উপজেলা পরিষদের ডাক বাংলো’তে। সফরে আসা নেতাকর্মীরা তিতাস উপজেলার আওয়ামীলীগ ও আওয়ামী যুবলীগের সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নের জন্য সকল ভেদাভেদ ভুলে দলের জন্য কাজ করার জন্য উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ও উপস্থিত নেতৃবৃন্দকে আহ্বান জানান। এসময় কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবলীগ নেতা আতিকুর রহমান সরকার, সাইফুল আলম মুরাদ উপস্থিত ছিলেন।
