রাজশাহী :–
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ রাজশাহী ক্যাম্পাসে ০৭ সেপ্টেম্বর, ২০১৩ শনিবার ব্যবসায় প্রশাসন বিভাগের ২০তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান পালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি রাজশাহী ক্যাম্পাসের ব্যবসায় প্রশাসন বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. এম. আমজাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ডেপুটি রেজিস্ট্রার ও প্রশাসনিক সমন্বয়কারী মোঃ আশরাফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো: গোলাম রাব্বানী মন্ডল, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর আনোয়ারুল কামাল চৌধুরী, সিনিয়র লেকচারার মো: আব্দুর রশিদ, মো:ওমর ফারুক, মাসুম মুরতাজা, সিনিয়র এসিস্ট্যান্ট ডাইরেক্টর মো:রুহুল আমিন সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।।এছাড়া অনুষ্ঠানে ২০তম ব্যাচের ছাত্র -ছাত্রীরা উপস্থিত ছিলেন।
কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।এ অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয় বর্ণিল সাজে সজ্জিত করেন তারা। এরপর বিকালে বিদায়ী ছাত্র-ছাত্রীরা বিভিন্ন রকম বিনোদনমূলক এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২০ তম ব্যাচের বিদায়ী ছাত্র শাহারিয়ার ইসলাম অয়ন।