কুমিল্লা প্রতিনিধি :–
কুমিল্লা মেডিকেলে কলেজের ৮৫জন সাধারন ছাত্র-শিক্ষককে রিমান্ডের প্রতিবাদে জেলা কর্মসূচীর অংশ হিসাবে দোয়া মাহফিল করে কুমিল্লা মহানগরী ছাত্রশিবির ।
দোয়ার মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরী শিবিরের সভপতি মনির আহমেদ। তিনি বলেন, বর্তমান জালিম সরকার সম্পূর্ণ আন্যায় ভাবে কুমিল্লা মেডিকেল কলেজের ৮৫ জন সাধারন ছাত্র-শিক্ষকে রিমান্ডের নামে নির্যাতন চালিয়ে জাতিকে মেধাশূন করার ষড়যন্ত্র করছে । আমরা এর নিন্দা জানাই। অবিলম্বে আটকৃত মেডিকেল ছাত্রদের মুক্তি দাবি করছি। পরে মুক্তি কামনা করে দোয়া করা হয়। মহনগরী সেক্রেটারী মো শাহআলম এর পরিচালনায় উপস্থিত ছিলেন
মহানগর শিবিরের, অর্থ সম্পাদক শাহাদাত হোসাইন, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ফরহাদ উদ্দিন, আই টি সম্পাদক জিয়াউর রহমান,প্রচার সম্পাদক আবুল কালাম,প্রকাশনা সম্পাদক সদর উদ্দিন শাহাদাত,স্কুল সম্পাদক শাহেদুল ইসলাম পাটোয়ারী,শিক্ষা সম্পাদক ফয়সাল আহম্মেদ, প্রমুখ।
।