নাজমুল করিম ফারুক :–
কুমিল্লার তিতাসের বাতাকান্দি বাজারে আরামবাগ রোডে শুক্রবার বিকালে চাংপাই চাইনিজ রেস্তোরা ও কফি হাউজের উদ্বোধন করা হয়।
সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ধন মিয়ার সভাপতিত্বে উক্ত রেস্তোরার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামলী নবী, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন ভূঁঞা, কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারওয়া হোসেন বাবু, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নূর নবী প্রমূখ।
