ঢাকা :–
জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী পাওলি দামের পর এবার বলিউড চলচ্চিত্রে আসছেন আরেক বাঙালি অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি।
ওনিরের আগামী ছবিতে দেখা যাবে অর্পিতাকে। ছবির নাম চৌরঙ্গ।
ছবিতে জমিদারের ভূমিকায় অভিনয় করছেন সঞ্জয় সুরি। তার স্ত্রীর ভূমিকায় থাকবেন অর্পিতা। নিজের ইচ্ছাই যার কাছে শেষ কথা। আর তাই গ্রামে বেমানান।
শিক্ষিত না হয়েও বড় হয়ে ওঠার মধ্যেই স্বাধীনতা খুঁজে নিয়েছে তার মন। জাতপাতেও বিশ্বাস নেই। তবে পরিবারের বিরুদ্ধে রুখেও দাঁড়ায় না। তার মধ্যে সবসময়ই বিরাজ করে দুটি চরিত্র। এই দ্বন্দ্বই অর্পিতাকে আকৃষ্ট করেছে চরিত্রটার প্রতি। এমনকী, তার জগতে ঢুকতে চান না তার স্বামীও। তার উত্সাহেই তার মেয়ে খেলাধুলো করে, স্কুটারও চালায় গ্রামে। ছবিতে রয়েছেন তন্নিষ্ঠা চ্যাটার্জিও। সেপ্টেম্বরেই বোলপুরে শুরু হবে ছবিটির শুটিং।
বিয়ের সাত বছর পর ২০১০ সালে একটি তারার খোঁজে ছবি দিয়ে অভিনয়ে আসেন তিনি। ঋতুপর্ণ ঘোষের শেষ ছবি সত্যান্বেষীতেও রয়েছেন অর্পিতা।