—মোঃ জালাল উদ্দিন
নিষ্ঠুর, নির্দয় বসুমতি
আমায় দেখে কেনো তব অট্ট হাসি?
বুকের পাঁজরে আশ্রয় দিয়েছি যারে
শত অপমান, আঘাত সয়ে সয়ে
বিসর্জন দিয়েছি আত্মসুখ চিরতরে;
স্বার্থের টানে চলে গেছে সবাই দূরে।
স্বার্থ-খ্যাতি-যশ, প্রতিপত্তি
সকলি বৃথা বসুমতি!
স্বজন-বিজন নহে কেউ আপন
বৃথাই গড়েছি এই মায়াময় বসতি!!
ছিন্ন হবে এ মায়ার বাধন
ভেঙ্গে যাবে বুকের পাঁজর,
এ জগত সংসার সকলি বৃথা
দু’দিনের খেলা ঘর।
=======================
প্রেরক : মোঃ জালাল উদ্দিন
গ্রাম : বড়ইয়াকুড়ি, পোঃ জাহাপুর
উপজেলা : মুরাদনগর, জেলা : কুমিল্লা।
মোবাইল নম্বর : ০১৮১৯-৬০৩৮০২
ই-মেইল : jalal307@gmail.com