মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ–
কুমিল্লাসহ সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের নেতা কর্মীদের গণগ্রেফতারের প্রতিবাদ ও নেতা- কর্মীদের মুক্তির দাবীতে কুমিল্লার দেবিদ্বার উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রটারী মু. সাইফুল ইসলাম শহীদের নেতৃত্বে বুধবার দুপুরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কুমিল্লা-সিলেট মহাড়ক প্রদিক্ষন শেষে উপজেলা গেটে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা সদর শিবির সভাপতি আলমগীর হোসাইন আকাশ, দেবিদ্বার পূর্ব সাথী শাখার সভাপতি আশরাফুল ইসলাম, দেবিদ্বার উত্তর সাথী শাখার সভাপতি ওবায়েদ উল্লাহ, ফতেহাবাদ ইউনিয়ন জামায়াত সেক্রটারী আবু ইউছুফ মেম্বার প্রমূখ। উপস্থিত বক্তরা বলেন, কুমিল্লাসহ সারা দেশে গ্রেফতার বন্ধ ও জামায়াত -শিবিরের নেতা কর্মীদের মুক্তি দাবী জানান।
