কুমিল্লা প্রতিনিধি :–
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ তোফাজ্জল হোসেন মিয়া সোমবার সকালে কুমিল্লার পেইজ ডেভোলাপম্যান্ট সেন্টার কার্যালয় পরিদর্শন করেছেন। এসময় জেলা প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান পেইজের নির্বাহী পরিচালক অধ্যাপক লোকমান হাকিম। পেইজের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন জাহিদুল ইসলাম ও পেইজের সভাপতি প্রফেসর আমীর আলী চৌধুরী। পরে জেলা প্রশাসক কুমিল্লা মহানগরীর শুভপুরে পেইজের ক্রেডিট প্রোগ্রাম ও নবগ্রামে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
