মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা :–
কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র মতবিনিময় সভা মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে চান্দিনাস্থ কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু এম.পি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম। মতবিনিময় সভায় চান্দিনা, দাউদকান্দি, দেবিদ্বার, হোমনা, মুরাদনগর, মেঘনা, তিতাসসহ ৭ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ বক্তৃতা করবেন। দলীয় একাধিক সূত্রে জানাগেছে, মতবিনিময় সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা এবং বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এর আসন্ন সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করতে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করা হবে।
