মোঃ জহিরুল হক বাবু, বুড়িচং :–
বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার অংশে চট্টগ্রামগামী একটি মালবাহী কন্টেইনারের একটি বগির ৪ চাকা লাইনচ্যুত হয়ে যায়। ফলে বেলা আড়ইটা পর্যন্ত ৪ ঘন্টা ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। জেলার বুড়িচং উপজেলার রাজাপুর রেল ষ্টেশন ও কুমিল্লা সদরের রসুলপুর রেল ষ্টেশন এর মধ্যবর্তী স্থানে বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের গদানগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জিআরপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী কন্টেইনারের একটি বগির ৪টি চাকা ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার গদানগর নামক স্থানে আসার পর লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর দেড়টায় কুমিল্লা রেল স্টেশনের স্টেশন মাস্টার আবুল হোসেন মজুমদার জানান, এ ঘটনায় কুমিল্লা রেল স্টেশনে ঢাকাগামী মহানগর প্রভাতি ট্রেনটি আটকা পড়ে। দূর্ঘটনার খবর পেয়ে লাকসাম জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বেলা আড়াইটায় দূর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধার করলে ৪ ঘন্টা করে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
