শামসুজ্জামান ডলার :–
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধের স্ব-পক্ষের সরকার। তাই এসরকার ক্ষমতায় আসলেই মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ নজর রাখেন। চাকুরীতে বিশেষ কোটা, চাকুরীর মেয়াদ বৃদ্ধি, সন্মানী ভাতার পরিমান বৃদ্ধিসহ অন্যান্য সুবিধাদি বাড়ানো হয়েছে। আমাদের মনে রাখতে হবে, বর্তমান সরকারই মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। শনিবার দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সমাবেশ শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, সরকার আগামী কয়েক মাসের মধ্যে বিজিবি, পুলিশসহ বিভিন্ন বাহিনীতে জনবল নিয়োগ করবে। এসব পদে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে।
সমাবেশ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কচুয়ার ৮৫ জন মুক্তিযোদ্ধার মাঝে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ৮.৫ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় ৪৫ জন অসহা দুঃস্থ পরিবারকে ২.৭০ লাখ টাকাসহ ৯০ বান্ডেল ঢেউটিন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে ৪ জনকে সেলাই মেশিন প্রদান করেন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী পাটোয়ারী, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়া আহমেদ সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা জাবের মিয়া প্রমূখ।