ঢাকা :–
সালমান ভক্তরা হয়তো হতাশার মধ্যে আছেন! কারণ পুরো ২০১৩ তে রুপালি পর্দায় দেখা যায়নি সুপারস্টার সালমানের চেহারা। একের পর এক উৎসব মুখরদিনগুলোও পেরিয়ে যাচ্ছে। তাহলে সালমান কি হাত গুটিয়ে বসে আছেন? না এতো ভাবনার কিছু নেই। সামনে ২০১৪ সাল আসছে সালমানের জন্য।
এছাড়াও শিগরিই সালমান খান ছোট পর্দায় হাজির হচ্ছেন তার জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগবস’ এর সপ্তম সিজন নিয়ে। আর ২০১৪ তে সালমান ভক্তদের সামনে তার নতুন চলচ্চিত্র ‘মেন্টাল’ এবং ‘কিক’ নিয়ে নতুন রুপে হাজির হতে যাচ্ছেন। পর্যায়ক্রমে ক্রিসমাসে ও ঈদে মুক্তি পেতে পারে ছবিদুটো।
বক্স অফিস রাজা সালমান ২০০৯ সালে ‘ওয়ান্টেড’ ২০১০ সালের ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি ‘দাবাং’ ২০১১ সালে ‘এক থা টাইগার’ এবং ২০১২ সালে ‘দাবাং টু’ তে অভিনয়ের মধ্যদিয়ে বলিউডের সবচেয়ে ব্যাবসা সফল নায়ক হিসেবে নিজের নাম লেখান।
তাই আবারো একটু নড়ে চড়ে বসতে হবে। সালমানের নতুন ছবিগুলোও প্রতিবারের মতই বক্সঅফিসের সেরা ছবির তালিকাতে থাকবে বলেই মনে করছেন বলিউডের চলচ্চিত্র সমালোচকরা।