কুমিল্লা:–
কুমিল্লায় ইয়াবাসহ এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত খোরশেদ আলম কালু উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য।
শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার আমতলী গোমতীরপাড় এলাকা থেকে থেকে গ্রেফতার করা হয়। আটকের সময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহসিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ইউপি সদস্য কলুকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গোমতী নদীরপাড় আমতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় হত্যা ও ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে।