মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :–
মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রাম হতে ইয়াবা ব্যবসায়ী এক মহিলাকে গ্রেফতার করে শুক্রবার তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরন করেছে থানার পুলিশ।
স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যারাতে মুরাদনগর থানার এস আই নুরুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে উপজেলা বাখরনগর গ্রামের তসু মিয়ার মেয়ে সালেহা (২৭) কে ৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতপর করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আলম জানান গ্রেফতার কৃত একজন মাদক ব্যাবসায়ী, তাকে মাদক নিয়ন্ত্রন আইনে চালান করা হয়েছে।