ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :–
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে সাত ডাকাতকে অস্ত্রসজ আটক করেছে গ্রামবাসী। পরে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার ভোরে জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- মো. সেলাম মিয়া (৪০), সাইফুল ইসলাম (২৮), ইকবাল হোসেন (৩০), মো. হানিফ মিয়া (৪০), আলাল মিয়া (২২), মো. জসিম মিয়া (২৮) ও শহিদ মিয়া (৪৫)। তাদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
জানা গেছে, শুক্রবার ভোরে ওই গ্রামে ওই সাত ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় গ্রামবাসী টের পেয়ে ধাওয়া করে তাদেরকে হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুইটি রামদা, একটি কিরিচ, দুইটি বল্লম, একটি চাইনিজ কুড়াল ও ১২টি বাঁশের শল্লাকা (এক কাইট্টা) উদ্ধার করা হয়। সকালে স্থানীয়রা আটককৃতদেরকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করে।
সদর মডেল থানার ওসি মো. আবদুর রব জানান, ‘তাদের বিরুদ্ধে মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে।’