রাসেল মাহমুদ, কুবি থেকে:–
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগ শিক্ষার্থীদের হাতে কলমে পরিসংখ্যানের বিষয়বস্তু শেখানোর জন্য এক সেমিনারের আয়োজন করে। দুই দিন ব্যাপী চলবে এ কর্মসূচী।
আজ বুধবার সকাল ১০টায় সেমিনারের উদ্বোধন করেন কুবি উপাচার্য ড. আমির হোসেন খান। এ সময় পরিসংখ্যান শিক্ষার গুরুত্ব তুলে ধরে কুবি উপাচার্য মূল্যবান বক্তব্য প্রদান করেন ।
সেমিনারের প্রধান বক্তা ছিলেন, ইংল্যান্ডের মেডিল্যাক্স বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. হাফিজ তারেক আব্দুল্লাহ খান। সেমিনারে ড. হাফিজ তারেক আব্দুল্লাহ খান বলেন, পরিসংখ্যান বিশ্বব্যাপী জনপ্রিয় একটি বিষয়। এর প্রসারের জন্য নিজেদের মেধাকে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের পরিসংখ্যানের প্রতি ভাললাগা তৈরী করার পরামর্শও দেন এ শিক্ষাবিদ।
বিভাগের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন,কুবি উপাচার্য ড. আমির হোসেন খান, বিশেষ অতিথি ছিলেন, বিজ্ঞান অনুষদের ডীন ড. আবু তাহের। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, বিভাগের সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র নন্দী। সেমিনার শেষে হাতে কলমে পরিসংখ্যানের বিষয়বস্তু শেখান ড. হাফিজ তারেক আব্দুল্লাহ খান। আগামীকাল বৃহস্পতিবার এ কর্মশালা শেষ হবে।