আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
সরকার দুঃস্থ মহিলাদের আত্মকর্মস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্যে “রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স কর্মসূচী (আরইআরএমপি)” প্রকল্পে উপজেলার ১৩টি ইউনিয়নে পল্লী সড়ক মেরামতের জন্য নিয়োগকৃত ১৩০ জন দুঃস্থ মহিলা কর্মীর ৫ বছর কর্মকালীনশেষে তাদের সঞ্চয়কৃত ৮৯ লাখ ২৪ হাজার ২৪০ টাকার চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার ডাকবাংলো চত্বরে অনুষ্টিত হয়। প্রতি দুঃস্থ মহিলা কর্মীর মধ্যে ৬৮ হাজার ৬৪৮ টাকার চেক ও সনদপত্র বিতরন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি। এসময় উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হকসহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৮ সালের ১ মার্চ থেকে ২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রতি ইউনিয়নে নিয়োজিত ১০ জন দুঃস্থ মহিলা কর্মীর পল্লী রক্ষনাবেক্ষণ কর্মসূচীর মেয়াদ শেষ হয়ে যায়।