কুমিল্লা প্রতিনিধি :–
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল, দেশ ব্যাপী নেতাকর্মীদের নির্যাতন ও ধরপাকড়র এর প্রতিবাদে এবং রাজধানীর যাত্রাবাড়ির দনিয়াতে পুলিশের গুলিতে শিবির নেতা খলিলুর রহমান মলি¬ক নিহতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ছাত্রশিবির।
রোববার সকাল সাড়ে ১০টায় নগরীর কান্দিরপাড় থেকে মিছিলটি শুরুহয়ে রাজগঞ্জে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধদিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন জামায়াত নেতা মাহবুবুর রহমান। বিক্ষোভ মিছিলে আংশগ্রহন করেন, মহানগর শিবির সভাপতি মো. মনির আহমেদ,মহানগরী জামায়াত নেতা অধ্যাপক জাকির হোসেন, আব্দুল কাইয়ুম মজুমদার, এজি এস শহীদুল ইসলাম,ভিপি মজিবুর রহমান,নগর শিবির সেক্রেটারী শাহ আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সরকার জামায়াত-শিবিরের রাজনৈতিক কর্মতৎপরতাকে বন্ধকরার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল, দেশ ব্যাপী নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং মামলা-হামলাসহ বিভিন্ন নির্যাতন এজেন্ডা হিসেবে হাতে নিয়েছেন। এসকল ষড়যন্ত্র থেকে সরকারকে বেরহয়ে আসার জন্য আহবান জানান।