সৈয়দ আহাম্মদ লাভলুঃ–
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় রোববার ১৮ আগষ্ট সকালে বিদ্যুতের তারে জড়িয়ে মো. রাব্বি খান (১২) নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার সাহেবাবাদ গ্রামের মনির হোসেন খানের ছেলে রাব্বি খান (১২) বাড়ির পাশে জমিতে পাখির বাসা দেখতে পায়। সে পাখির বাসা থেকে বাচ্চা সংগ্রহ করার সময় বিদ্যুতের ছেড়া তারে জরিয়ে পড়ে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া ভীষন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রাব্বি খান ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তার অকাল মৃত্যুতে সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
