মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :–
কুমিল্লার মুরাদনগর উপজেলার কয়েকটি গ্রামে সংঘর্ষ ছিনতাই পারিবারিক বিরোধ সহ পৃথক ঘটনায় গতকাল রোববার অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদেরকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সুত্রে জানা যায়, উপজেলার রাজা চাপিতলা গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে সংঘর্ষে সিরাজুল উসলাম (৫০), সাজেদা বেগম (৪০), সুমন (১৮), ফিরোজ মিয়া (৪৫) টনকি গ্রামে অনিল দাস (৪০), মাধবী দাস (৩৫), প্রিয়াংকা দাস (১৯), পদুয়া গ্রামে আ: হক (৫০), দুধমিয়া (৬৫), বিউটি আক্তার (৩৫), কামার চর গ্রামের কবির হোসেন (২৮), উপজেলার শুশুন্ডা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডে ছিনতাই কারীরা হেফজু মিয়াকে (৩৩) মারধর করে নগদ টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়।তার গ্রামের বাড়িনেত্রকেকোনা জেলার নাগের পাড়া গ্রামে।