আজিম উল্যাহ হানিফ:–
ঢাকা কলেজ শাখার ছাত্রলীগ নেতা শাহজাহান ভূঁইয়া শামীমের নেতৃত্বে রবিবার বিকেলে লাকসাম থেকে মনোহরগঞ্জ সড়কে এক বিশাল হরতাল বিরোধী বিশাল মিছিল বের হয়। স্থানীয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে লাকসাম কলেজ শাখার ছাত্রলীগ নেতা আবদুল বারেক ও সোহেলের পরিচালনায় মিছিলটি একই উপজেলার গাজীরপাড় তালুকদার মার্কেট থেকে শুরু হয়ে মিজিয়াপাড়া এবং আশিরপাড় বাজারে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন নেতা রায়হান, ইমন, নুর মোহাম্মদ, মিলন, ইকবাল, হিরণ প্রমুখ।