—-মোঃ জালাল উদ্দিন
ভিন্ দেশী কত চিঠি আসে
আনন্দ-বেদনার বারতা নিয়ে,
প্রবাসীরা গেলো স্বদেশে চলে
দিলো না একটি চিঠিও আমায় আপন ভেবে।
মায়া-মমতা, আনন্দ-বেদনায়
কাটিয়েছি একসাথে কত নিশিদিন,
অথচ একটিবার গেলো না বলেÑ
“চলে যাই, আসবো না কোনদিন।”
আমি তো প্রতীক্ষায় থাকি’ ক্ষণে ক্ষণে
কাটালাম কত নিশিদিন ওরা আসবে বলে,
আসিলো না কেউ দিলো না একটি চিঠিও
বুক ভাসালাম বৃথা নয়ন জলে।
সকলেই পর নহে কেউ আপনার!
তরী বেয়ে নিজেই হতে হবে ‘সিন্ধু’ পার!!
‘আসি’ ‘আসি’ বলে যবে আসিবে চিঠি
রইবো না হেথায় চলে যাবো নিয়ে চির-ছুটি।
======================
মোঃ জালাল উদ্দিন
গ্রাম: বড়ইয়াকুড়ি, পোঃ জাহাপুর
উপজেলা: মুরাদনগর, জেলা: কুমিল্লা।
মোবাইল নম্বর:- ০১৮১৯-৬০৩৮০২