মোঃ জহিরুল হক বাবু, বুড়িচং :–
অর্গানাইজেশন ফর স্টুডেন্ট’স এডভান্সমেন্ট (উষা) ২০১৩-১৪ সালের বুড়িচং শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ঊষার সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ আবদুল অদুদ ও মহিবুল আলম জুয়েল শনিবার বুড়িচং উপজেলায় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে ৭৭ সদস্য বিশিষ্ট ২০১৩-১৪ সালের ঊষা বুড়িচং শাখার কমিটি গঠন করেছেন। কমিটিতে চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের ছাত্র মোঃ রবিউল হাছান (রিপন)কে সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ সালাহ উদ্দিন শিনকে সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ এমরান হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালণ করবে বলে জানান।