মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা :–
চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ফাঐ দক্ষিণ পাড়া বাগানবাড়ি এলাকায় মো. নূরুল ইসলাম এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) রাত ১টায় ১৫-২০ জনের ডাকাতদল বিল্ডিং করা পাকা বাড়ির বারান্দার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। মুখোশধারী ডাকাতদল অস্ত্রের মুখে গৃহকর্তা মো. নূরুল ইসলাম ও তার স্ত্রীকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরিবারের অন্য সদস্যদের হত্যার হুমকি দিয়ে আলমারি, সোকেস ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালংঙ্কার, ১০টি মোবাইল, ২টি ল্যাবটব, মালামাল সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার-ইন-চার্জ মো. হুমায়ুন কবির জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।