স্টাফ রির্পোটার:–
দক্ষিন কুমিল্লার সাহিত্য-সংস্কৃতিও নাট্য বিষয়ক সংগঠন উচ্চকন্ঠ’র উদ্যোগে এক আলোচনা সভা,কবিতাপাঠ এর আসর সর্বপরি জাতীয় শোকদিবস’র পালন করল সংগঠনটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় নাঙ্গলকোট পৌরশহরের রেলগেইট এলাকায় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি সুকান্ত আরাফাতের সভাপতিত্বে এতে আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি আবুল বাশার,সাংবাদিক আজিম উল্যাহ হানিফ,সাংবাদিক জামাল উদ্দিন স্বপন,লেখক শিপন সৌকত,লেখিকা শিউলি আক্তার,লেখক খালেদ হাসান মাসুদ প্রমুখ। এছাড়া ও আমরা সবুজতরঙ্গ,নাঙ্গলকোট নেট রাইর্টাস ফোরাম,নাঙ্গলকোট রাইর্টাস এসোসিয়েশন,ন্ঙ্গালকোট নাট্যসংসদ,নাঙ্গলকোট লেখক ফোরাম, যুব ছড়ার আসর সহ আরো কয়েকটি সংগঠন শোকদিবস পালন করেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...