কায়রো :–
বুধবারের সেনা অভিযানে মিশরে ৫২৫ জন মুরসির সমর্থক নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফাতাল্লাহ। যদিও আন্দোলনকারী মুরসির সমর্থকদের দাবি তাদের অন্তত ২ হাজার ২০০ জন নিহত হয়েছে। ফাতাল্লাহ আরো জানিয়েছেন, অভিযানে আহত হয়েছে ৩ হাজার ৭১৭ জন।
এদিকে মুসলিম ব্রাদারহুড শপথ নিয়েছে তারা যে করেই হোক মুরসিবিরোধী সেনাসমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করবে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার বলা হয়েছিল, এই সেনা অভিযানের সময় ৪৩ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনার পর দেশটিতে একমাসের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজধানী কায়রোতে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ রয়েছে।
এই গণহত্যার পর মুরসির সমর্থকরাও খানিকটা হতাশ। কারণ, তারা এক সময় মুবারকের বিরুদ্ধেও আন্দোলনে নেমেছিল। বিশেষ করে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে আল বারাদির পদত্যাগ মুরসি বিরোধীদের সেই হতাশারই ইঙ্গিত দেয়।
মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র জেহাদ আল হাদ্দাদ এক টুইটার বার্তায় বলেছেন, সেনা সমর্থিত সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমাদের লড়াই চলতেই থাকবে। আমরা থামবো না। মাথা নত করব না। সূত্র : আহরাম অনলাইন।