ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :–
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বৃহস্পতিবার দুপুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার মুকন্দপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের হুমায়ুন কবীর ও জাহাঙ্গীর মৃধার মধ্যে একটি পুকুরের মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে হুমায়ুন কবীরের লোকজন দুপুরে ওই পুকুরে মাছ ধরতে গেলে প্রভাবশালী জাহাঙ্গীর মৃধার নেতৃত্বে অর্ধশতাধিক দাঙ্গাবাজ তাদের ওপর হামলা চালায়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আধাঘণ্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা দায়ের করেনি।