নাজমুল করিম ফারুক, তিতাস প্রতিনিধি :–
তিতাসে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালী ও কাঙ্গালিভোজের আয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক নূরনবীর সভাপতিত্বে বাতাকান্দি বাস ষ্টেশনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক কালপুরুষ সম্পাদক আলাউদ্দিন ভূঁইয়া, কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বাবু, সাতানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল হক সরকার, জগতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক টিটু, তিতাস থানা পুলিশিং সমন্বয় কমিটির সদস্য সচিব ফয়েজ আহম্মেদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল আলম মুরাদ, উপজেলা যুবলীগ নেতা আতিকুর রহমান, আজহার খান, মোঃ ইব্রাহিম প্রমূখ।
এদিকে ইসলামিক ফাউন্ডেশন তিতাস উপজেলা শাখার উদ্যোগে উপজেলা মিলনায়তনে হিফজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামলী নবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আক্তার হোসেন নিজাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা ফেরদৌসী, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি আঃ মতিন মোল্লা, সাঈদ মোঃ জাহাঙ্গীর প্রমূখ। অপরদিকে মেহনাজ হোসেন মীম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছু উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কলেজের ম্যানেজিং কমিটির দাতা সদস্য আঃ রশিদ সরকার। বিশেষ অতিথি ছিলেন, কলেজের প্রভাষক মোঃ মহিউদ্দিন প্রমূখ।