মোঃ জহিরুল হক বাবু, বুড়িচং :–
মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার পেট্টোল পাম্পের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়া নিমসার পেট্টোল পাম্পের সামনে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান (যশোর ট ১১-০৯৪০) দাঁড়ানো ছিল। একই দিক থেকে আসা অপর একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো উ ১১-২২৭২) দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চলন্ত কাভার্ড ভ্যানের হেলপার মারা যায়। এ সময় চলন্ত কাভার্ডটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। নিহত হেলপারের বাড়ী নরসিংদী জেলার পলাশ উপজেলার খানেপুর গ্রামের সানাউল্লাহ ভূইয়ার ছেলে শরীফ আহমেদ। পুলিশ দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান দুটিকে হাইওয়ে থানায় নিয়ে যায়।