মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা :–
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল ৬টায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. জয়নাল আবেদীন (১৯) নামক এক যুবক নিহত হয়। নিহত জয়নাল আবেদীন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলুদিপালং গ্রামের বাদশা মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির এস.আই হাবিবুর রহমান জানান, জয়নাল আবেদীন সকালে মাধাইয়া বাস স্টেশন থেকে চান্দিনা যাওয়ার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিক্সায় উঠেন। পথইমধ্যে একটি বেপরোয়া গতি সম্পন্ন ট্রাক অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে নিহত হয়। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...