ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :–
উপজেলার গোপালপুর গ্রামে মঙ্গলবার দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো- জেসমিন (১০), আলী নূর (৫) ও সাবিনা (১০)।
জানা গেছে, নবীনগর গোপালপুর পূর্বপাড়ার ব্যবসায়ী মোগন মিয়া চট্টগ্রাম থেকে পরিবার পরিজন নিয়ে ঈদ উপলক্ষে বাড়ি আসেন। তার দুই সন্তান আলী নূর ও জেসমিন তাদের চাচাতো বোন সাবিনাকে নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল গিয়ে সাঁতার না জানায় ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে নবীনগর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।