নিজস্ব প্রতিনিধি :–
বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এম.পি বলেছেন, বিরোধীদল সরকার উৎখাত করতে নানা ফন্দি ও অপপ্রচারে লিপ্ত হচ্ছে। যারা সরকার উৎখাত করতে চায় তারা নিজেরাই উৎখাত হয়ে যাবে। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জনগণই বিরোধীদলের এই অপপ্রচারের জবাব দিবে। তিনি আজ সোমবার মেঘনা উপজেলার মাইনকারচর বঙ্গবন্ধু কলেজ প্রাঙ্গণে ঈদ পূর্ণমিলনী ও ১৫ আগষ্টের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডাঃ খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, আঃ ছালাম, মজিদ, তপন চেয়ারম্যান, আহসানউল্লাহ মাস্টার, লিটন আব্বাসী, লতিফ মেম্বার, শাহ আলম, ধনু মেম্বার প্রমূখ।