নিজস্ব প্রতিনিধি॥
আজ সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির জিংলাতলীতে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৫০ জন যাত্রী আহত হয়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী তিশা (ঢাকা মেট্্েরা-ব-১৪-৬৬৮৮) বাসের সাথে কুমিল্লার মুরাদনগরগামী ইলিয়টগঞ্জ এক্্রপ্্েরস ( ঢাকা মেট্্েরা-জ-১১-১৫০২) বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৫০ জন যাত্রী আহত হয়। আহতের গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা ও কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। দুঘর্টনার পরপর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশ দুঘর্টনা কবলিত গাড়ি দু’টি সরিয়ে নিলে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। অপরদিকে একই মহাসড়কে দাউদকান্দির বারপাড়ায় একটি প্রাইভেটকার সিএনজি অটোরিক্্রাকে চাপা চালকসহ ৫ জন যাত্রী আহত হয়।