কুমিল্লা প্রতিনিধি :–
বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদ ও কেন্দ্রীয় নেতৃবৃন্ধের মুক্তির দাবিতে ঘোষিত ১৩ ,১৪ তারিখের হরতালের সমর্থনে মিছিল করে ছাত্রশিবির কুমিল্লা মহানগরী ।
মিছিলটি মহানগর শিবিরের সভাপতি মনির আহমেদের নেতৃত্ত্বে কুমিল্লার কান্দিরপাড় থেকে শুরু হয়ে লিবার্টি মোড়- সাত্তর খান হয়ে রাজগঞ্জ গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় । মহানগর সেক্রেটারী মোঃ শাহআলমের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগরী সভাপতি মনির আহমেদ ,তিনি বলেন সরকার ৫সিটি কর্পোরেশন নির্বাচনে হেরে বেশামাল হয়ে পড়েছে , এখন তারা আদালতের ঘাড়ে বন্দুক রেখে পার পেতে চায় ,দেশের মানুষ তা বুঝে গেছে । তারা বাংলাদেশ জামায়াত ইসলামীর মত একটি সুশৃংখল দলের নিবন্ধন বাতির মাধ্যমে আবার ও প্রমান করলো তারা শান্তি চায় না তারা সংঘাত সংঘর্ষ চায় ..তাই বাংলার জনগন তাদের সমুচিত জবাব দেয়ার জন্য প্রস্তুত । আমরা মনে করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে । অবিলম্বে জামায়ত ইসলামীর নিবন্দন বাতিল করে ঘোষিত রায় প্রত্যাহার ও কেন্দ্রীয় নেতৃবৃন্দেও মুক্তি দিয়ে দেশের স্থিতিশীল পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সবকারকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি । আর না হয় ছাত্রজনতাকে সাথে নিয়ে এক দপা আন্দোলনের মাধ্যমে অধিকার ফিরে পাওয়ার সর্বাত্বক আন্দোলনের হুমকি দেন এই ছাত্র নেতা । মিছিলে আরো উপস্থিত ছিলেন সাবেক শহর সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, মহানগরী সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ,দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হক ,শিক্ষা সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক আবুল কালাম , আই-টি সম্পাদক জিয়াউর রহমান , সহিত্য সম্পাদক সদর উদ্দিন শাহাদাত, ভিক্টোরিয়া কলেজ সভাপতি হাবিবুর রহমান মজুঃ সহ আরো অনেকে।