সৈয়দ আহাম্মদ লাভলুঃ–
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার ৬ আগষ্ট ভোরে উপজেলার বড়ধুশিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫২ কেজী গাঁজা ও একটি অত্যাধুনিক প্রাইভেট কারসহ দুই গাঁজা ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে পাঠিয়েছে। থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোরে উপজেলার কুমিল্লা-মীরপুর সড়কের বড়ধুশিয়া ব্রীজ সংলগ্ন নাগাইশ সড়কের উপর দিয়ে একটি বিলাশ বহুল প্রাইভেট কার, যার নাম্বার-ঢাকা মেট্রো-গ-১৩-১৮১০ চালিয়ে যাবার সময় আগে থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোষাকে থানার এসআই সেলিম আল দ্বীন ও এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স গাড়ীটির গতিরোধ করে। গাড়ী তল্লাশী করে গাড়ীর পেছনের সীটে ৫টি পেকেটে ২০ কেজি ও পেছনের বেগ ডালার নীচে ৮টি পেকেটে ৩২ কেজী মোট ৫২ কেজী গাঁজাসহ আটককৃত দুইজন গাঁজা ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত গাঁজা ব্যাবসায়ীরা হল নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার জালাকান্দি গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে মোঃ আতিকুর রহমান(৩০) ও বরিশাল জেলার উজিরপুর থানার পশ্চিম শোলক গ্রামের মোঃ মোক্তার আলীর ছেলে নাছির উদ্দিন(২৬)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বড়ুয়া জানান, থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল মঙ্গলবার কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।