স্টাফ রিপোর্টার :–
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন-দেশ পরিচালনায় ব্যর্থ অযোগ্য তাবেদার সরকার জনরোষ থেকে বাঁচতে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান কাটা-ছেড়া করে তত্ত্বাবধায়ক বাতিল করেছে। আওয়ামী লীগ জন্মগতভাবে ফ্যাসিবাদী চিন্তা চেতনায় বিশ্বাস করে। তাদের মুখে গণতন্ত্রের বুলি আওড়ালেও তারা গণতন্ত্র, মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেনা। দিন বদলের শ্লোগান দিয়ে ক্ষমতাশীন হয়ে সরকার গণতন্ত্রের লেবাসে ডিজিটাল বাকশাল কায়েম করছে। ১০ টাকায় চাল, বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকুরী দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজির মহোৎসব চালাচ্ছে। সরকার শ্রমজীবি মেহনতি মানুষের কল্যাণে কিছুই করতে পারেনি। শেয়ার বাজার কেলেংকারী, পদ্মা সেতু দুর্নীতি, হলমার্ক, ডেসটিনি, কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা টাকা লুণ্ঠন করেছে।
তিনি বলেন-প্রধানমন্ত্রী নিজেকে ধর্মানুরাগী হিসাবে প্রচার করলেও বাস্তবে তারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস তুলে দিয়েছে। আলেম ওলামাদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। মতিঝিলে হেফাজতে মুসল্লিদের উপর রাতের আধারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নির্বিচারে গণহত্যা চালিয়েছে। ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের নামে মিথ্যা ও হয়রানীমূলক মামলা নিয়ে হয়রানী করছে। তারা ১৯৭৫ সালের ন্যায় বিরোধী দলকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে নানা ষড়যন্ত্র করছে। তাই জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে ১৮ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঈদের পরে কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে তত্ত্বাবধায়ক পুর্ণবহালের দাবী আদায় করেই সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে।
তিনি আজ (মঙ্গলবার) বিকাল ৫টায় রাধুনী হোটেলে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত সংঘাতময় রাজনীতি, তত্ত্বাবধায়ক পুর্ণবহাল ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ঢাকা মহানগর সভাপতি শামসুদ্দিন পারভেজ এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতা, লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. রেদোয়ান উল্লাহ শাহীদি, লেবার পার্টি মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, জাহাঙ্গীর আলম প্রধান, এমদাদুল হক চৌধুরী। সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক রহমান, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, নুরুল ইসলাম সিয়াম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদ খান, খোন্দকার মাহমুদুল হাসান, প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুর রহমান খোকন, মহিলা সম্পাদিকা শামীমা চৌধুরী, ওলামা ফোরাম আহবায়ক মাওলানা আনোয়ার হোসাইন। যুব ফোরাম আহবায়ক হুমায়ন কবীর, ছাত্র-ফোরাম আহবায়ক কামরুল ইসলাম সুরুজ, মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলী হাওলাদার, নগর প্রচার সম্পাদক মোঃ রাসেল পাটোয়ারী, পল্টন থানা সভাপতি সিরাজ হোসেন তুষার, শ্যামপুর থানা সভাপতি আবু সাঈদ, মুগদা থানা সভাপতি শফিকুল ইসলাম, যাত্রাবাড়ী থানা সভাপতি হোসাইন ডালু, ডেমরা থানা সভাপতি ইমরান হোসেন মুন্সী, পল্লবী সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন প্রমুখ।
প্রধান বক্তা লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান বলেন-সরকার সংঘাত সংঘর্ষের রাজনীতিকে উঁচকে দিয়েছে। মিমাংসিত ইস্যুগুলোকে নিয়ে চক্রান্ত করে দেশে অরাজকতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আওয়ামীলীগ। মহাজোট আজ মহাসংকটের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। শেখ হাসিনার কাছে গণতন্ত্র নিরাপদ নয়। তাই জালেম সরকারের হাত থেকে দেশরক্ষায় ঐক্যবদ্ধ সংগ্রামের কোন বিকল্প নাই।