মোঃ জহিরুল হক বাবু, বুড়িচং :–
মঙ্গলবার কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি জেহাদ হোসেন খোকনের অকাল মৃত্যুতে বুড়িচং উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শোক সভা ও মহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বুড়িচং প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ মুকবুল হোসেন ভূইয়ার সভাপতিত্বে এবং অনুষ্ঠান পরিচালনা করেন প্রেস ক্লাবের সেক্রেটারী মোঃ আলমগীর হোসেন। বক্তব্য রাখেন দৈনিক খবরপত্রের স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন, বুড়িচং প্রেস ক্লাবের নিবাহী সদস্য মোঃ শহীদুল্লাহ, বি-পাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল আলীম, সেক্রেটারী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নয়ন,দৈনিক যুগান্তর ও আমাদের কুমিল্লার বুড়িচং প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, দৈনিক নয়াদিগন্ত ও পূর্বাশার বুড়িচং প্রতিনিধি কাজী খোরশেদ আলম, দৈনিক কুমিল্লার আলো’র বুড়িচং প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম বাবুল, ব্যবসায়ী জাকির হোসেন প্রমুখ।