বিনোদন সংবাদ :–
এবার আরজে হলেন নাজমুল হক ইমন। ঈদের পরদিন দুপুর ১২ টায় নওগাঁ রেডিও বরেন্দ্র ৯৯.২ এফএম এ ইমনের উপস্থাপনায় প্রচার হবে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘রোমিও-জুলিয়েট’। ‘মন খুলে বলো তোমার ভালবাসার গল্প’ শিরোনামের এ অনুষ্ঠানে সেলিব্রেটি ও অতিথিরা তাদের ভালবাসার গল্প শোনাবেন। এ প্রসঙ্গে নাজমুল হক ইমন বলেন, ‘আশা করছি অনুষ্ঠানটি সবার ভালো লাগবে। এছাড়া নিজ এলাকার এফএম রেডিও তাই যাতে সবার কাছে অনুষ্ঠানটি গ্রহণযোগ্য হয় সেভাবেই সাজানো হয়েছে সব সেগমেন্ট। আর যারা অনুষ্ঠানটি সরাসরি শুনবেন তারাও অনেক মজা পাবেন।’