শামসুজ্জামান ডলার :–
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আইডিয়েল ট্রাস্ট একাডেমী, কলাকান্দায় আদীবা সমাজকল্যাণ ইউনিটের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গত শনিবার বিকেলে কলাকান্দা আইডিয়েল ট্রাস্ট একাডেমীর মিলনায়তনে কলাকান্দায় আইডিয়েল ট্রাস্টের সেক্রেটারী প্রফেসর দেওয়ান মুহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদীবা সমাজকল্যাণ ইউনিটের সেক্রেটারী অধ্যক্ষ মোঃ নুরুল্যাহ পাটোয়ারী। আরো বক্তব্য রাখেন, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মোঃ শাহআলম, ছেংগ্রাচর মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল হক বিএসসি প্রমূখ। আদীবা সমাজকল্যাণ ইউনিটের শিক্ষাবৃত্তি প্রকল্প ৩৭জন মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি প্রদান করে।
পরে আইডিয়েল ট্রাস্ট একাডেমী, কলাকান্দার উদ্যোগে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর ইফতার মাহফিলের আয়োজন করা হয়।