স্টাফ রিপোর্টার :—
এইচএসসি ফলাফল পূর্নঃনিরীক্ষণে আবেদণ ৪আগষ্ঠ থেকে শুরু করে ১৩ আগষ্ঠ ২০১৩ইং পর্যন্ত আবেদন করা যাবে। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে ফলাফল পূর্নঃনিরীক্ষণের জন্য SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদন করার নিয়মঃ-
মোবাইলের Message অপশনে গিয়ে RSC লিখে
ফিরতি SMS এ একটি PIN Number প্রদান করা হবে। তারপর Message অপশনে গিয়ে RSC লিখে
প্রতিনি বিষয়ের আবেদন ফি ৩০০.০০ (তিনশত) টাকা প্রযোজ্য হবে।
একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে Subject Code পর্যায়ক্রমে কমা ( , ) দিয়ে লিখতে হবে।