সাগর চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :-
বাংলাদেশী অধ্যশিত রিয়াদের বাথায় ইউনিক ট্রাভেলস এন্ড কার্গো সার্ভিসের অফিসে কুমিল্লা জেলার বরুড়া থানার প্রবাসীরা আয়োজন করে ইফতার ও দোয়ার মাহফিলের ।
এতে সভাপতিত্ব করেন শাহজাহান । পরিচালনায় ছিলেন সাইফ উদ্দীন নোমান ।
রমজানের তাৎর্পয নিয়ে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন, মাওলানা মান্নাফ ও কেফায়েত উল্লাহ ।
বক্তব্য রাখেন, মনির হোসেন, হাবিবুর রহমান, জাকির হোসেন, সিরাজুল ইসলাম, নজির, আব্দূল খালেক, আবুল কালাম, ছাত্তার, বিল্লাল, ফরিদ, তোফায়েল, কামাল হোসেন, মনির দেওড়া, নুরুল ইসলাম, মফিজুল ইসলাম প্রমূখ ।