কুমিল্লা প্রতিনিধি :–
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী শাখার উদ্যাগে পাঁচ দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান রোববার অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর সভাপতি মনির আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসাইনের পরিচালনায় ট্রেনিং ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মো. কামরুজ্জামান সোহেল।আনুষ্টানে আরো উপস্খিত ছিলেন,মহানগরী শিবিরের অর্থ সম্পাদক শাহাদাত হোসাইন, এইচ আর ডি সম্পাদক ফরহাদ উদ্দিন , প্রচার সম্পাদক আবুল কালাম , প্রকাশনা সম্পাদক সদর উদ্দিন শাহাদাত , স্কুল কার্যক্রম সম্পাদক শাহেদুল ইসলাম পাটোয়ারী, পাঠাগার ও আই টি সম্পাদক জিয়াউর রহমান, শিক্ষা সম্পাদক ফয়সাল আহমেদ সহ আরো অনেকে।