নাজমুল করিম ফারুক, তিতাস প্রতিনিধি :–
তিতাসে সদ্য প্রকাশিত এইচএসসিতে জিপিএ-৫ না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে হতাশা বিরাজ করছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরী জানান, এবার এইচএসসিতে উপজেলার গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজ থেকে ৩২০ জনের মধ্যে ২৮০ জন (শতকরা পাসের হার ৮৭.৫) এবং মেহনাজ হোসেন মীম আদর্শ কলেজ থেকে ২৪২ জনের মধ্যে ১৯০ জন (শতকরা পাসের হার ৭৮.৫) পরীক্ষার্থী বিভিন্ন গ্রেডে পাস করেছে। তবে এইচএসসিতে জিপিএ-৫ না থাকায় তিনি হতাশা ব্যক্ত করেন। অপরদিকে আলিম পরীক্ষায় উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ৫০ জনের মধ্যে ৪৯ পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩জন, জিয়ারকান্দি হাফিজ উদ্দিন ফাজিল মাদ্রাসা থেকে ৩৮ জনের মধ্যে ৩৮ পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩ জন এবং মঙ্গলকান্দি ফাজিল মাদ্রাসা থেকে ১৫ জনের মধ্যে ১৫ জনই পাস করেছে।