সৈয়দ আহাম্মদ লাভলুঃ–
সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল গতকাল শনিবার ৩ আগষ্ট সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল করিম ফলাফল ঘোষনা করেন। ব্রাহ্মণপাড়ায় ১০টি কলেজের মোট ১৪৫০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০৮১ জন। পাশের হার ৭৬.৩১%। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজে ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৯৪ জন। জিপি-৫ পেয়েছে ১১ জন। মোশারফ হোসেন খাঁন চৌধুরী কলেজে ৩১১জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৮৭জন। পাশের হার ৯২.২৮%। জিপিএ-৫ পেয়েছে ১৭জন। সাহেবাবাদ ডিগ্রী কলেজে ২৩৭ জনের মধ্যে পাশ করেছে ১৬২ জন। পাশের হার ৬৮.৩৫%। সিদলাই আমির হোসেন জোবেদা কলেজে ১৬১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০০জন। পাশের হার ৬২.১১%। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। নাগাইশ বঙ্গবন্ধু কলেজে ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫১জন। পাশের হার ৯৮.০৪%। বড়ধুশিয়া আদর্শ কলেজে ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮৬জন। পাশের হার ৮১.১৩%। জিপিএ-৫ পেয়েছে ১জন। আবদুল মতিন খসরু মহিলা কলেজে ১১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮১জন। পাশের হার ৭০.৪৩%। অধ্যক্ষ আবদুল মজিদ দেওয়ান কলেজে ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৪জন। আসাদনগর আবদুল মতিন খসরু কলেজে ১১জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৬ জন। গোপালনগর আদর্শ কলেজে ১১০জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০০জন। পাশের হার ৯০.৯১%। জিপিএ-৫ পেয়েছে ৩জন। এছাড়া মোট ৮টি মাদ্রাসার ২১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২০৫ জন। পাশের হার ৯৫.৭৯%। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। এবারের এইচএসসি পরীক্ষায় মোশারফ হোসেন খাঁন চৌধুরী ডিগ্রী কলেজ কুমিল্লা জেলায় ১২তম স্থান অর্জন করেছে।