কুমিল্লা প্রতিনিধি :–
কুমিল্লা শিক্ষাবোর্ডের ২০১৩ সালের এইচএসসি পরীক্ষার পাসের হার শতকরা ৬১ দশমিক ২৯ ভাগ। গত বছরের চেয়ে এবার এ বোর্ডে পাশের হার শতকরা ১৩ দশমিক ৩১ ভাগ কম।
এ বোর্ডের অধীনে ছয়টি জেলায় মোট ৮৮ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫৪ হাজার ৩৫৯ জন। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৩৯০ জন।
কুমিল্লা বোর্ডের ফলাফলে প্রথম হয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ২য় কুমিল্লা ক্যাডেট কলেজ এবং তৃতীয় হয়েছে কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রদের সংখ্যা ৪৩ হাজার ৬৯৫ জন। এদের মধ্যে ২৭ হাজার ৬৫১ জন উত্তীর্ণ হয়। ৪৪ হাজার ৯৯৯ জন ছাত্রীদের মধ্যে ২৬ হাজার ৭০৮ জন উত্তীর্ণ হয়।
গত বছরের চেয়ে এবারে কুমিল্লা বোর্ডে পাশের হার শতকরা ১৩ দশমিক ৩১ ভাগ কম। তবে জিপিএ ৫ এর সংখ্যা গত বছরের চেয়ে ২৪০ জন বেড়েছে। এবার এ বোর্ডের সাত প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। শূন্য পাশের প্রতিষ্ঠান একটিও নেই।